উদ্দেশ্যসমূহ :
১.১ রূপকল্প(Vision) : সরকারি আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আধুনিক ও শক্তিশালী করে সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখা।
১.২ অভিলক্ষ ( Mission ) : সরকারি অর্থ পরিশোধের ক্ষেত্রে কার্যকর ফলপ্রসূ পূর্ব নিরীক্ষা সম্পাদন এবং মানসম্পন্ন হিসাব প্রণয়ন করে সিদ্ধান্ত গ্রহণেসহযোগিতা প্রদান।
১.৩ কৌশলগত উদ্দেশ্যে সমূহ( Strategic Objectives ):
(ক) চলমানসরকারি অর্থ-ব্যবস্থাপনাগতিশীলতাবজায়রাখা।
(খ) ইলেক্ট্রনিক ফান্ড ট্রা›সফার (EFT) এর পরিসর বৃদ্ধিতে ভূমিকা রাখা।
(গ) সেবার মান উন্নয়ন।
(ঘ) পেনশন নিস্পত্তিকরণ দ্রুততর সময়ে করা।
(ঙ) সঠিক হিসাব প্রণয়ণে কার্যকর ভূমিকা পালন করা।
১.৩.২ আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যে সমূহ :
(ক) দক্ষতার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বাস্তবায়ন।
(খ) সুশাসন সুসংহতকরণ ও শুদ্ধাচার বাস্তবায়নের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা।
(গ) তথ্য অধিকার ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশবাস্তবায়ন।
(ঘ) উদ্ভাবন ও অভিযোগ প্রতিকারের মাধ্যমে সেবার মানোন্নয়ন করা।
(ঙ) আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
(চ) মহা পরিচালক, টেলিযোগাযোগ অধিদপ্তর এবংবাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিঃ এর কার্যকারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সুপ্রিম অডিট ইন্সটিটিউশন বাংলাদেশকে শক্তিশালী করা।
(ছ) মহা পরিচালক, টেলিযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিঃ এর প্রি-অডিট কার্যক্রমকে কার্যকর করা।
ক. হিসাবসংক্রান্ত
১. মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তার ( PAO ) আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন।
২. মাসিক হিসাব পরবর্তী মাসে সিজিএ কর্তৃক নির্ধারিত সময় সীমার মধ্যে সিজিএ কার্যালয়ে প্রতিষ্ঠিত সেন্ট্রালডাটা প্রসেসিং ইউনিট-এ প্রেরণ।
৩. সেন্ট্রাল রিকনসিলিয়েশন ইউনিট প্রণীত ম্যানুয়েল বর্ণিত পদ্ধতি চেক রিকনসিলিয়েশন নিশ্চিতকরন।
৪. হিসাবে কোনভুল পরিলক্ষিত হইলে জার্নালের মাধ্যমে সংশোধনের কার্যকরব্যবস্থা গ্রহণ।
৫. হিসাবের সংগতি সাধন নিশ্চিতকরণ।
৬। বাজেটে প্রাক্কলিত সরকারের আয়-ব্যয় ও প্রকৃত আয়-ব্যয় এবংআর্থিক শৃঙ্খলা নিশ্চিত করণের বিষয়ে পরামর্শ প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS